স্টাফ রিপোর্টার ॥
বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মোঃ ইউনুস বলেছেন, সাংবাদিক লিটন বাশার ছিলেন সদালাপী ও স্পষ্টবাদী। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। বরিশালের তরুন সাংবাদিকদের অভিভাবক লিটনের অনুসারীরাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। গতকাল বিকেলে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বরিশাল সাংবাদিক পরিষদ আয়োজিত লিটন বাশারের শোকসভা দোয়া অনুষ্ঠানে তিনি এসকল কথা বলেন। তিনি আরো বলেন, কোন অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবেনা। লিটন বাশারের রেখে যাওয়া সম্পদ থেকে কোনভাবে তার পরিবারকে বঞ্চিত করা যাবেনা। সংগঠনের সভাপতি জি.এম ফারুক লিটুর সভাপতিত্বে শোক সভায় আরো বক্তব্য রাখেন, বিসিসি মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাড. এস এম ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ন কবির , মরহুম লিটন বাশারের পিতা আলহাজ্ব আবদুল কাদের, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন,দৈনিক ভোরের আলোর সম্পাদক হাফিজুর রহমান হীরা, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম নাসিম প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন লিটন বাশারের বাবা আব্দুল কাদের হাওলাদার, স্ত্রী আরজু বাশার ও তার শিশুপুত্র শ্রেষ্ঠ ।দৈনিক দখিনের মুখের প্রধাণ পৃষ্ঠপোষক ডাঃ আল আমিন, দৈনিক ভোরের আলোর উপদেষ্টা সম্পাদক রাজু আহমেদ, সাংবাদিক পরিষদের সহ-সভাপতি ফারুক আহমেদ,সুমন হালদার আশীষ, যুগ্ন সাধারণ সম্পাদক এস.জিএম খালেদ,আসাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক মহসিন সুজন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।বক্তারা আরো বলেন, সময়ের সাহসী সাংবাদিক লিটন বাশার অসময়ে চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা পূরন হওয়ার নয়। লিটন বাশার তার জীবনাদর্শে মনেপ্রানে প্রগতিশীল মানুষ ছিলেন। তার আর্দশকে সাথে নিয়ে তরুন প্রজন্মকে সাহসিকতার সাথে সাংবাদিকতা করতে হবে। পরে প্রয়াত লিটন বাশারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।