প্রয়াত সাংবাদিক লিটন বাশারের অসমাপ্ত কাজ চালিয়ে যেতে সকলের সহযোগিতা চাইলেন লিটন-জাকির পরিষদ থেকে নির্বাচিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।গতকাল বিকেলে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বরিশাল সাংবাদিক পরিষদ আয়োজিত লিটন বাশারের শোকসভা দোয়া অনুষ্ঠানে তিনি এসকল কথা বলেন।তিনি বলেন লিটন বাশারের মৃত্যুতে বরিশাল মিডিয়ায় যে কি ক্ষতি হয়েছে তা বোঝানোর ক্ষমতা আমার নেই।তিনি ধিক্কার দিয়ে বলেন লিটন বাশার মারা যেতে না যেতেই তার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়েছে।কিছু লোক ফেসবুকে কটুক্তি করে স্টাটাস দিচ্ছে।তাদের মানুষ্যত নিয়ে প্রশ্ন তোলেন লিটন বাশারের ঘনষ্ট এ সাংবাদিক নেতা।তিনি বলেন লিটন বাশারের লড়াই ছিল মিডিয়ার অসুরদের বিরুদ্ধে সেই লড়াই চলবে।এ কাজে সকলের সহযোগিতাও চান এ তরুন সাংবাদিক নেতা।
(Visited ৬ times, ১ visits today)