ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এমবিএ ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইনস্টিটিউটের পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আইবিএ ভবনের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। এছাড়া পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা।
উল্লেখ্য, উক্ত ভর্তি পরীক্ষায় ৪০টি আসনের জন্য ৩৬৭ জন ভর্তিচ্ছুক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
(Visited ৫০ times, ১ visits today)