বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় শুক্রবার বিকেল ৫টায় তরুন সংগঠন ৭১’র চেতনার কিছু উদ্যোমী তরুন তরুনীদের উদ্যোগে তাদেরই পরিচালিত “চেতনালয় স্বেচ্ছাসেবী পথবিদ্যালয়” নামক একটি সুবিধাবঞ্চিত শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঈদ-পূনর্মিলনীর আয়োজন করে। আয়োজনে প্রায় ১৫ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের তাদের পছন্দমত খাবার সহ দেশীয় ফল বিতরন করা হয়।সংগঠনের সদস্য মিথিলা মুক্তা ও মুনিরা ইসলাম জানান তরুন সংগঠন ৭১’র চেতনা সামাজিক কার্যক্রমের একটি বড় অংশ জুড়ে রয়েছে সুবিধাবঞ্চিত শিশু।ঢাকা ও বরিশালের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে এর শাখা-প্রশাখা রোজা,ইফতার,ঈদসহ সকল উৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে সংগঠনের সাথে জড়িত সেচ্ছাসেবীগণ।৭১’র চেতনা সংগঠনের বহুমূখী কার্যক্রমের মধ্যে সবচেয়ে চলমান রয়েছে “চেতনালয় স্বেচ্ছাসেবী পথবিদ্যালয়” নামক একটি সুবিধাবঞ্চিত শিশু বিদ্যালয়।