রির্পোটঃ জাকারিয়া আলম দিপু।।
আজ ৫ জুলাই সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের সম্মেলন কক্ষে বরিশাল ফুল সরণি অভিযানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক গাজী মোঃ সাইফুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব,এনডিসি নাহিদুল করিম, সহকারী কমিশনার সুখময় সরকার,রেজাউল করিমসহ অন্যাণ্য নির্বাহী হাকিমবৃন্দ ও অন্যান অতিথিবৃন্দ ।
আগামী ১৫ জুলাই ২০১৭ তারিখ সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় মোড় থেকে বরিশাল – ভোলা মহাসড়কে ৪৮০০ মিটার রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল গাছের চারা রোপণের মাধ্যমে ‘বরিশাল ফুল সরণি’ বিনির্মাণ অভিযানের প্রস্তুতি সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ:
১. বৃষ্টি হলেও অভিযান হবে;
২. অভিযান সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে;
৩. প্রতি ১০০ মিটারের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে কম/বেশি ৫০ জনের একেকটি গ্রুপ থাকবে;
৪. ষোলটি গ্রুপ নিয়ে একেকটি ব্লক হবে;
৫. প্রতি ব্লকে একটি প্যান্ডেল, সম্প্রচার দল, সাংস্কৃতিক দল, মেডিক্যাল টিম, পর্যাপ্ত পানি সরবরাহ, চারা, খুটি, সুতলি ইত্যাদি থাকবে;
৬. বরিশাল এফবি টিভিতে লাইভ সম্প্রচার হবে;
৭. প্রয়োজনীয় সংখ্যক উপকমিটি গঠন করা হবে;
৮. চারা রোপণ ও চারাসমূহের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে যার যা কিছু আছে তাই নিয়ে অভিযানে অংশগ্রহণ কাম্য;
৯. গ্রুপ ও ব্লকসমূহের কাজের মান ও পরিমান মূল্যায়ন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের জন্য বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি মূল্যায়ন টিম থাকবে;
১০. প্রতি ৪টি গ্রুপের জন্য এক জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতি ব্লকের জন্য এক জন অতিরিক্ত জেলা প্রশাসক দায়িত্বে থাকবেন। প্রতিটি ব্লকের প্রস্তুতি নিশ্চিত করতে অতিরিক্ত জেলা প্রশাসকগণের সভাপতিত্বে আলাদা আলাদা প্রস্তুতি সভা করা যেতে পারে;
১১. ইতোমধ্যে যারা অংশগ্রহণের আগ্রহ জানিয়েছেন তাদের ৪৮টি গ্রুপে বিভাজন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে;
১২. এখনও অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করার সুযোগ আছে। ১১.০৭.১৭ তারিখের মধ্যে অফিস চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সুগন্ধা’ সম্মেলন কক্ষে রক্ষিত খাতায় ৪৮টি গ্রুপের যে কোনো গ্রুপে অংশগ্রহণের জন্য নাম লিপিবদ্ধ করা প্রয়োজন;
১৩. অংশগ্রহণকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম সম্বলিত একটি গ্রন্থ ১৪ জুলাই ২০১৭ তারিখে প্রকাশ করা হবে (জনগণের জেল খাল: আমাদের পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক গ্রন্থের মত)। এই গ্রন্থে অন্তর্ভুক্ত ও অভিযানে অংশগ্রহণকারী সকলের মাঝে জেলা প্রশাসন থেকে সনদপত্র বিতরণ করে সম্মাননা প্রদান করা হবে;
১৪. অংশগ্রহণের সুবিধার্থে অভিযানের দিন সকাল নয়টায় বঙ্গবন্ধু উদ্যান থেকে কয়েকটি বাস অভিযান এলাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে;
১৫. অভিযান সফল করতে সময়ে সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।