স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক ওপেন দাবায় ৫০তম হয়েছেন বাংলাদেশের শেখ নাসির আহমেদ। বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নাসির ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট অর্জন করেন। সোমবার অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডে নাসির আর্জেন্টিনার গ্র্যান্ডমাস্টার পেরালটা ফার্নান্দোর কাছে হেরে যান।
অবস্থান অনেক তলানীতে থাকলেও নাসির এ প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৯ রেটিং পয়েন্ট বৃদ্ধি করেছেন। ৭ পয়েন্ট করে নিয়ে ভারতের গ্র্যান্ডমাস্টার শ্যাম সুন্দর চ্যাম্পিয়ন এবং রাশিয়ার গ্র্যান্ডমাস্টার বুরমাকিন ভ্লাদিমির রানারআপ হয়েছেন। ১৯ দেশের ১০ জন গ্র্যান্ডমাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ও ১৫ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১০৯ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশ নেন।
(Visited ২ times, ১ visits today)