বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া পুরো অর্থ পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক ও আন্তর্জাতিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী সংস্থা সুইফট। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, রিজার্ভ চুরির পর বাংলাদেশ ব্যাংক সুইফট-সম্পর্কিত ব্যবস্থাদি পুনর্গঠন করেছে। যা আন্তর্জাতিক করেসপন্ডিং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা আরও নিরাপদ করা সম্ভব হয়েছে। বৈঠকে উপস্থিত পক্ষগুলো বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া পুরো অর্থ পুনরুদ্ধারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) কর্মকর্তা ভিডিও কনফারেন্সে অংশ নেন। এ সময় সব পক্ষ রিজার্ভ চুরির পুরো অর্থ পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেয়।
তাছাড়া আইনগত পদক্ষেপ গ্রহণে অপরাধীদের বিচারের আওতায় আনতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়। একই ধরনের সাইবার হামলা থেকে বিশ্ব আর্থিক ব্যবস্থা সুরক্ষার জন্য বহুজাতিক আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলা হয়।
প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ৯৫ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়ার চেষ্টা করে হ্যাকাররা। তবে ৮ কোটি ১০ লাখ ডলার তারা চুরি করতে সমর্থ হয়। এ অর্থের মধ্যে দেড় কোটি ডলার ফিলিপাইন থেকে উদ্ধার করতে পেরেছে বাংলাদেশ। ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাধ্যমে রিজার্ভের অর্থ নগদায়ন করা হয়। বাংলাদেশ ব্যাংক সেই সূত্রে বাকি অর্থ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।