সোমবার , ৩ জুলাই ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

উল্টোপথে বিচারপতির গাড়িতে চাপা মোটরসাইকেল আরোহী

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ৩, ২০১৭ ১২:৪৫ পূর্বাহ্ণ

রাজধানীতে উল্টোপথে বিচারপতির গাড়িতে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় রূপসী বাংলা হোটেল ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহত ফয়সলকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, উল্টোপথে আসা গাড়িটি একজন বিচারপতির। তিনি সে সময় গাড়িতে ছিলেন না।

ওসি বিচারপতির নাম প্রকাশ না করলেও গাড়িটি হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বলে আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, ভুক্তভোগী যদি অভিযোগ করেন তাহলে পুলিশ ব্যবস্থা নেবে।

পুলিশের লালবাগ ট্রাফিক জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হারুণ অর রশীদ জানান, মিতসুবিসি জিপ গাড়িটি মিন্টো রোডের দিক থেকে উল্টোপথে আসছিল বাংলামোটরের দিকে যাওয়ার জন্য। একই সময় রূপসী বাংলা মোড় থেকে মিন্টো রোডের দিকে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাঁক নিয়েছিলেন ফয়সল।

মোটরসাইকেলটি সরাসরি জিপের নিচে চলে যাওয়ায় গুরুতর আহত হন ফয়সল। বিচারপতির গাড়িচালক কামালকে ট্রাফিক পুলিশ আটক করে থানায় সোপর্দ করেছে। তবে রমনা থানার ওসি বলছেন, ‘চালককে এখনও গ্রেফতার করা হয়নি। আহত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যয়ভার বহন করছেন গাড়ির মালিক।’

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি