আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:
ঝালকাঠি জেলা পুলিশের ৩ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে শনিবার সকালে তাঁদের র্যাংক ব্যাজ পরিধান করানো হয়। পদোন্নতি প্রাপ্তরা হলেন টিআই পদে টিএসআই সোলায়মান, এসআই পদে এএসআই মাওলানা মোঃ হামিম ও মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার। তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান ও সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন। পদোন্নতিপ্রাপ্ত মাওলানা মোঃ হামিম জানান, ১৯৯৬ সালের ২৫ এপ্রিল পুলিশে ভর্তি হন। একবছর প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে ১৯৯৬ সালের ১ মার্চ যোগদান করেন। ২০০১ সালের ১ জানুয়ারী নায়েক পদে পদোন্নতি পান, ২০০৭ সালের ১ মার্চ এএসআই এবং গত ২৯ জুন এসআই পদে পদোন্নতি পেয়ে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করেন।