সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ নিয়ে টানা তৃতীয়বারের মতো রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হলো। এর আগের দুই বছরও ২০১৪-১৫ ও ২০১৫-১৬ সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়।
এনবিআর সূত্র বিষয়টি জানিয়েছে। সংশ্লিষ্টরা জানায়, ২০১৬-১৭ অর্থবছরে বাজেটে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পরে তা সংশোধন করে ১ লাখ ৮৫ কোটি টাকায় নামিয়ে আনা হয়। অর্থবছরের ৩০ জুন পর্যন্ত (সাময়িক) ১ লাখ ৮৫ হাজার ৭১ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। আগামী ২৫ জুলাই চূড়ান্ত রাজস্ব বিবরণী পাওয়া গেলে রাজস্ব আহরণের পরিমাণ আরও বাড়বে।
সূত্র জানায়, পেট্রোবাংলার কাছ থেকে ২৩ হাজার কোটি টাকা বকেয়া আদায় হলে রাজস্বের পরিমাণ আরও বাড়তো। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার কোটি টাকা (বিভিন্ন প্রকল্পে ভবিষ্যতের বিনিয়োগ) অব্যাহতি; ব্যাংকিং খাতে ১৪ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি; ঈদ ও রমজানের দীর্ঘ ছুটি এবং নতুন ভ্যাট আইন নিয়ে বিশেষ কর্মযজ্ঞ পরিচালনা করতে গিয়ে রাজস্ব আহরণ কিছুটা কম হয়েছে।
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, এই সাফল্যের অংশীদার সরকারি-বেসরকারি সংস্থা, করদাতা-অংশীজন ও দেশের সব নাগরিক। তারা সবসময় এনবিআরের পাশে ছিলেন। আয়কর ও ভ্যাট মেলায়, ভ্যাট ও আয়কর দিবসে, আন্তর্জাতিক কাস্টমস দিবসে তাদের সক্রিয় সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা রাখি।
উচ্চাবিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করায় রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারী এই সাফল্যের দাবিদার। সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের অনেক দূর যেতে হবে। আমাদের সাফল্যের যুগপৎ পথচলা অশেষ হোক।