এই ঈদে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে প্রকাশ হয়েছে জনি খান ও সাবার দ্বৈত গান ‘স্বপ্ন’। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর করেছেন জনি খান নিজেই। গানটির সংগীত আয়োজন করেছেন নিপুন, লিখেছেন এন আই বুলবুল। সাউন্ডটেকের ঈদ আয়োজনে ও অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে গানটি।
গানটি প্রসঙ্গে জনি বলেন, ‘মানুষ কোন ধরনের গান শুনতে চায় সেটা মাথায় রেখেই আমি সুর করেছি। আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাবা। তিনি খুব ভালো গেয়েছেন। বলা যায় সবমিলিয়ে আমাদের সমন্বয় ভালো হয়েছে।’ সাবা বলেন, ‘গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। এতে নতুন করে নতুন কাজে অনুপ্রেরণা পাচ্ছি।’
আলোচনায় আসা জনির সুর করা গানগুলো হলো প্রতীক হাসান ও কণার কণ্ঠে ‘আমার এই দিল’, এস আই টুটুল ও কলির কণ্ঠে ‘আমাকে ভুলে’ এবং ‘ভালোবাসারা নীল চাদর’ শিরোনামে গানে কণ্ঠ দিয়েছেন কণা ও জনি খান নিজেই।
(Visited ৯ times, ১ visits today)