চিত্রনায়ক আনিসুর রহমান মিলন অভিনীত পাঁচটি চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। ছবিগুলো হচ্ছে- ‘সাদাকালো প্রেম’, ‘রাত্রির যাত্রী’, ‘নাইয়র’, ‘টার্গেট’ ও ‘স্বপ্নবাড়ি’। চলতি বছরেই ছবিগুলো মুক্তি পাবে। এমনটাই আশা করছেন জনপ্রিয় এই অভিনেতা।
আনিসুর রহমান মিলন বলেন, ‘পাঁচটি ছবির শুটিং শেষ। ছবিগুলো মুক্তির প্রক্রিয়া চলছে। সবগুলো ছবিতেই দর্শক আমাকে ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। বিশেষ করে ‘স্বপ্নবাড়ি’ ছবিটি ভৌতিক গল্পনির্ভর। এই ধরনের ছবি আমাদের দেশে খুবই কম নির্মিত হয়েছে।’
দেহরক্ষীর এই নায়ক বলেন, ‘বাকি ছবিগুলোতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। প্রতিটি চরিত্র সঠিকভাবে উপস্থাপন করতে ঘাম ঝরাতে হয়েছে। দর্শকরা ছবিগুলো ভালোভাবে গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি।’
এ দিকে মিলন অভিনীত ‘রাজনীতি’ ছবিটি এই ঈদে মুক্তি পেয়েছে। এই ছবিতে তার উপস্থিতি দারুণভাবে প্রশংসিত হয়েছে। ‘রাজনীতি’ নিয়ে মিলন বলেন, ‘একেবারে দেশীয় ছবি ‘রাজনীতি’। আমাদের দেশের নির্মাতা, দেশের প্রযোজনা এবং সব কলাকুশলীও দেশের। পাশাপাশি গল্পটি খুব সুন্দর। ছবিটি ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে রাজধানীতে মাত্র একটি হলে পেয়েছে। হল ৪০টি পেলেও দর্শক খুব ভালো সাড়া দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দর্শকদের বাড়তি চাহিদার কারণে যমুনা ব্লকবাস্টারে নতুন করে আরও একটি শো বাড়ানো হয়েছে। ঢাকার বাইরের হলগুলোর রিপোর্টও হাতে আসছে। প্রতিটি হলের রিপোর্টই সন্তুষ্টজনক।’
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও সরব মিলন। এবারের ঈদে তার অভিনীত ১১টি নাটক প্রচার হচ্ছে বলে জানালেন।