রির্পোট:জাকারিয়া আলম দিপু.
আজ বরিশালের টাউন হলে প্রদর্শিত হলো ড্রিম ড্রামা মাল্টিমিডিয়া পরিবেশিত নাটক “কালপুর” এর প্রিমিয়ার শো। নাটকটিতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন দিপু হাফিজুর রহমান এবং নায়িকা হিসেবে অভিনয় করেছেন মিষ্টি মেয়ে ইমি ইসলাস।স্বল্পদৈর্ঘ্র একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরিশালের গণমানুষের নয়নের মনি মাননীয় জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবলু হাসান, মারুফ হোসেন, সাগর দত্ব, নূসরাত ই মুনা, মো:রিয়াজুল, নিবিড় ও আহমেদ সাকিব।এছাড়া অভিনয় করছে কড়াপুরের খোকন চেয়ারম্যান।ছবিটির ক্যামেরায় পিছনে যাদের অবদান দূজয়, আকাশ, নাঈম ও তানভীর।
সকাল থেকেই হল ছিল হাউজফুল।আগে থেকে বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে যায়।সকাল থেকে রাত পযর্ন্ত হলের সামনে দেখা যায় অনেকে টিকিট কেনার জন্য অপেক্ষা করছে।দশর্কের মুখে মুখে, সবার অভিনয় এবং নির্মাণশৈলী সত্যিই অসাধারণ হয়েছে।এক দশর্কে বলে লাইনে দাড়িয়ে টিকিট কেনা সার্থ্যক হয়েছে।”কালপুর” এর অভিনেতা মারুফ হোসেন বলে, এত দশর্কের চাপ।আমরা টিকিট বিক্রি করতে হিমশিম খেয়েছি।পরিচালক তারেক খান বলেন, দশকরা কষ্ট করে হলে এসে কালপুর” দেখার জন্য ধন্যবাদ জানাই।তাদের যদি ভাল লাগে তাহলে আমাদের কষ্ট সার্থ্যক।আরো বলে ,নাটকটি আগামী ২৪ ডিসেম্বর ২০১৬ ইং তারিখে বরিশাল অভিরুচি প্রেক্ষাগৃহের রুপালী পর্দায় প্রদর্শিত হবে। উক্ত নাটকটি সবাইকে দেখার আমন্ত্রন জানাচ্ছি।