রির্পোট: মো: লোকমান হোসেন.
বরিশাল বিশ্ববিদ্যালয়.
নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের পাঠক আড্ডার প্রথম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের উদ্যোগে ওই বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন ও সুহৃদ সম্মাননা স্মারক প্রদান, মোড়ক উন্মোচনসহ বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়। শুক্রবার বিকেল তিনটায় বরিশালের রায় রোডস্থ খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে ২৪তম ওই পাঠক আড্ডা এবং বর্ষপূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহঃ জিয়াউল হক।
আয়োজক সংগঠন বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উৎসবে এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস.এম ইকবাল, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, বিশিষ্ট শিক্ষাবিদ মোয়াজ্জেম হোসেন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ সচীন রায়, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী,এ্যাড.নজরুল ইসলাম চুন্নু, এ্যাড.লস্কর নুরুল হক, কবিতা পরিষদের সভাপতি অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, কবি হেনরী স্বপন ও সংস্কৃতিজন পাপিয়া জেসমিন। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন খন্দকার, বিধান সরকার, সাংবাদিক ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আরিফ আহমেদ মুন্না, সাংবাদিক বাপ্পি মজুমদার, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিশ) মহানগরের সাধারণ সম্পাদক প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক তপন কুমার বৈরাগী, প্রভাষক মনিরুজ্জামান মনির, মোঃ লোকমান হোসেন, ইয়াসিন আরাফাত, নজরুল ইসলামসহ বিভিন্ন সুধীজন। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা চলা বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের ওই বর্ণিল বর্ষপূর্তি উৎসবে ভায়লেট হালদার এবং তুহিন দাস রচিত “জীবনানন্দ -হিম ডানার সংকলন ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণীজন ও সুহৃদদের স্মারক প্রদানের ফাঁকে ফাঁকে শিল্পীদের পরিবেশনায় চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই উৎসবে বরিশালের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বরেণ্য ব্যক্তিরা ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা মেডিকেল কলেজ, সরকারি বিএম কলেজ, বরিশাল কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, মহিলা কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও জমজম নার্সিং ইনস্টিটিউটসহ বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠচক্রের সদস্যরা অংশগ্রহন করেন।