অনলাইনে ভুয়া অর্থলগ্নি সংস্থার সঙ্গে নাম জড়ালো জনপ্রিয় দুই বলিউড তারকা শাহরুখ খান ও নওয়াজউদ্দিনের। গাজিয়াবাদের ওয়েবওয়ার্ক ট্রেড লিঙ্ক নামক সংস্থার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি এই দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। সেই সূত্রেই নাম উঠে এল শাহরুখ-নওয়াজের।
এ খবর প্রকাশ করেছে কলকাতার সংবাদ প্রতিদিন পত্রিকা। সেখানে বলা হয়েছে, এ সংস্থার পোর্টাল addsbook.com-এর শুভেচ্ছা দূত ছিলেন শাহরুখ খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাই তাদের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে এফআইআর। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি উত্তরপ্রদেশ সরকার।
২০১৬ সালের ১০ ডিসেম্বর যাত্রা করে এ পোর্টাল। যার বিজ্ঞাপনের মুখ বলিউডের এই দুই স্টার। অভিযোগ উঠেছে, শাওরুখ-নওয়াজকে দেখেই বেশিসংখ্যক মানুষ বিনিয়োগ করেছে এ সংস্থায়। চার মাসে চার লাখ মানুষকে এ সংস্থার মেম্বার বানিয়েছেন সংস্থার কর্ণধার অনুরাগ জৈন ও সন্দেশ বর্মা।
তাদের বিরুদ্ধে অভিযোগ, দুই লাখ মানুষের কাছ থেকে প্রায় ৫০০ কোটি টাকা তুলেছেন তারা।
রাজ্য পুলিশ থেকে তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে আবারও নতুন করে দায়ের করা হয়েছে এফআইআর। আর সেখানেই দুই কর্ণধারের পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে দুই শুভেচ্ছা দূতের বিরুদ্ধেও।