ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন ডানি আলভেস। তুরিনের জায়ান্ট ছেড়ে এই রাইট ব্যাকে দুই বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেবার বিষয়টিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু উভয় ক্লাবের পক্ষ থেকে ঘোষনার অপেক্ষা।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ ব্যপারে ৩৪ বছর বয়সী সাবেক বার্সেলোনা তারকা সিরি-আ চ্যাম্পিয়ন ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘জুভেন্টাসের প্রতিটি সমর্থককে আমি ধন্যবাদ জানাতে চাই।
একইসাথে আমি জুভেন্টাসের সমর্থকের কাছে দু:খ প্রকাশ করছি। তাদেরকে খাটো করার কোন ইচ্ছা আমার কখনই ছিলনা। আজ থেকে আমাদের মধ্যে পেশাদারী সম্পর্ক শেষ হয়ে গেলো। আমি আমার সাথে জুভেন্টাস থেকে পাওয়া সব ভালবাসা সাথে নিয়ে যাচ্ছি। সবাই জানে আমি সমসময়ই যা মনে করি তাই বলি।
সে কারনেই আমি মনে করি মারোত্তাকে অবশ্যই আমার ধন্যবাদ জানানো উচিত আমাকে এত বড় একটি সুযোগ দেবার জন্য। সে দারুন পেশাদার একজন মানুষ যে তার কাজকে অসম্ভব ভালবাসে।’