চীনের সামরিক বাহিনী অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা সজ্জিত দেশটির সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার পানিতে নামিয়েছে। এক হাজার টনের ডেস্ট্রয়ারে রয়েছে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, জাহাজ এবং ডুবোজাহাজ বিধ্বংসী ব্যবস্থা। কোনো কোনো সংবাদ মাধ্যম একে এশিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক ডেস্ট্রয়ার হিসেবে উল্লেখ করেছে।
সাংহাইয়ের জিয়াংগান শিপইয়ার্ড থেকে আজ(বুধবার) একে পানিতে নামানো হয়। সাগর, ভূমি বা আকাশের লক্ষ্যবস্তু নির্ভুল ভাবে নির্ধারণ করতে বিশাল এ ডেস্ট্রয়ার ব্যবহার করবে অত্যাধুনিক ফেজ অ্যারে রাডার।
এটি পানিতে নামানোর মধ্য দিয়ে চীনের ডেস্ট্রয়ার উন্নয়নের ক্ষেত্র নতুন এক পর্যায়ে পৌঁছেছে।
(Visited ৪ times, ১ visits today)