ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে আবেদন করলেন রবি শাস্ত্রী৷সৌরভের সঙ্গে দূরত্ব মিটিয়ে শেষ পর্যন্ত বিরাট-ধোনিদের ‘হেডস্যার’ পদে আবেদন করতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর৷
গত বছরও ভারতীয় দলের কোচের পদে আবেদন করেছিলেন শাস্ত্রী৷কিন্তু তাঁকে সরিয়ে অনিল কুম্বলকে টিম ইন্ডিয়ার কোচ বেছে নেন সচিন-সৌরভ-লক্ষ্মণের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি৷ কুম্বলের কোচিংয়ে সাফল্যের কদম ছুঁয়েছে ভারত৷জাম্বোর কোচিংয়ে টানা পাঁচ টেস্ট সিরিজ (ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া) জিতে নজির গড়ে ভারত৷ ৪৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত৷
এর আগে ২০১৪ থেকে ২০১৬ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার ডিরেক্টর পদ সামলেছেন শাস্ত্রী৷ এই সময়ে অস্ট্রেলিয়ায় ২০১৫ বিশ্বকাপ এবং দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপে বিরাটদের ডিরেক্টর ছিলেন তিনি৷ সাফল্য বিশেষ হাত লাগেনি৷ ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হয় ভারত৷ আর ২০১৬ টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে টিম ইন্ডিয়া৷
(Visited ৬ times, ১ visits today)