মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার গোলযোগপূর্ণ দেইর আয জোরে বিমান হামলা চালালে অন্তত ৩০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে একটি পর্যবেক্ষককারী সংস্থা জানিয়েছে।
বৃটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আজ (বুধবার) সকালে জোটের জঙ্গিবিমান মায়াদিন শহরের ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত আল দাবলান গ্রামে বোমা বর্ষণ করলে এসব ব্যক্তি নিহত হয়। গত ৪৮ ঘন্টায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেইর আয জোরে বিমান হামলা চালালো মার্কিন বাহিনী।
জোটের বিমান গত সোমবার ভোরে মায়াদিন শহরে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল পরিচালিত একটি কারাগারে আঘাত হানলে ৪২ বেসামরিক ব্যক্তি নিহত হয়। একই হামলায় দায়েশের ১৫ সন্ত্রাসীও নিহত হয়েছে। এ ছাড়াও বহু সংখ্যক ব্যক্তি আহত হয়েছে।
মার্কিন সরকার জাতিসংঘ ও সিরিয়ার বৈধ সরকারের অনুমতি না নিয়েই দেশটিতে প্রায়ই নির্বিচার হামলা চালাচ্ছে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকেই এ ধরনের হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। বেশিরভাগ ক্ষেত্রেই এসব হামলায় কেবল বেসামরিক সিরিয় নাগরিকরাই প্রাণ হারাচ্ছেন।
জাতিসংঘের হিসেবে অনুযায়ী সিরিয়ায় ২০১১ সাল থেকে এ পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।