লাক্সতারকা মৌসুমি হামিদ চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত। যার কারণে এবারের ঈদের আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে তার!
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা থেকে মৌসুমি এসেছেন তার গ্রামের বাড়ি সাতক্ষারীর তালা উপজেলায়। অন্যবার পরিজনদের সঙ্গে হইহুল্লোড় করে ঈদ পালন করলেও এবার তিনি রয়েছেন পূর্ণ বিশ্রামে।
মৌসুমি হামিদ বলেন, গত দুদিন সারা শরীরে প্রচণ্ড ব্যথা। হাঁটাচলা করতে পারছি না। চিকিৎসকের পরামর্শ নিয়েছি, যেসব ওষুধ দিয়েছেন সেসব খাচ্ছি। পুরোপুরি সেরে উঠতে কতদিন লাগবে বলতে পারছি না।
ঈদ উপলক্ষে মৌসুমি হামিদ অনেকগুলো নাটকে অভিনয় করেছেন। যেগুলো প্রতিদিন বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। আগামীতে সুমন আনোয়ার পরিচালিত `কয়লা` নামের একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে মৌসুমির।
(Visited ৮ times, ১ visits today)