বুধবার , ২৮ জুন ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পদ্মায় গোসলে নেমে ৩ কলেজছাত্র নিখোঁজ

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ২৮, ২০১৭ ১:২৫ পূর্বাহ্ণ

ঢাকার দোহারের পদ্মা নদীর মৈইনট ঘাটের ঝাউকন্দা এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ রয়েছেন তিন কলেজছাত্র। নিখোঁজরা হলেন, মিরপুরের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইশতিয়াক আহমেদ মহিন (২২)। তার পিতার নাম শাহ আলম। মনিপুর কলেজের ছাত্র সালমান বিন জামাল (২২) এবং ঢাকা কমার্স কলেজের ছাত্র সুপ্রিয় ঢালি (২২)। তার পিতার নাম নাসির ঢালি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার মিরপুর থেকে আসা ৫ যুবকের মধ্যে ৩ জন ডুবে যান। খবর পেয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তবে সর্বশেষ খবর অনুযায়ী তল্লাশি চালিয়েও নিখোঁজদের সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবরিরা।

ফায়ার সার্ভিস সদর দফতর বলছে, জীবিত অথবা মৃত যে কোনো অবস্থাতে নিখোঁজদের উদ্ধারের জন্য ডুবুরিদের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এবং ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার আল মাসুদ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঢাকার মিরপুর এলাকার ওই ছাত্ররা একসঙ্গে বেড়াতে এসে ঢাকার দোহারের পদ্মা নদীর মৈইনট ঘাটের ঝাউকন্দা এলাকায় গোসল করতে নামে। কিন্তু তাদের কেউ সাঁতার জানেন না। পদ্মার পানির স্রোতে তিন ছাত্র ভেসে যান। বাকি দুই বন্ধুকে স্থানীয়রা উদ্ধার করে। খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে এখন পর্যন্ত ডুবুরিদের চেষ্টায় কোনো নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি।

ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার আল মাসুদ জানান, আমাদের পাঁচ ডুবুরি অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু রাত সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ কোনো ছাত্রের সন্ধান মেলেনি।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি