স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ১৬ মাসের ছেলে আব্দুর রহিমকে ব্রিজ থেকে ফেলে হত্যা করলেন পাষন্ড বাবা রমজান আলী। এ ঘটনার পর স্থানীয় জনতা রমজান আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে রূপসা ব্রিজ থেকে শিশুটিকে ফেলে দেয় বলে এলাকাবাসী জানান। তবে শিশুটির বাবা রমজান আলী একেক সময় একেক রকম তথ্য দেয়ায় তার আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে। তিনি খুলনা মহানগরীর খালিশপুর এলাকার বাসিন্দা।
রূপসা ব্রিজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সাত্তার জানান, ব্রিজের পূর্বপাশে থাকা অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে রমজান তার ছেলেকে নদীতে ফেলে দেয়। এসময় সেখানে উপস্থিত জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(Visited ৫ times, ১ visits today)