চ্যাম্পিয়নস ট্রফিটা একদমই ভালো যায়নি। ওয়ানডে ফর্মটাও বলার মতো নয়। তবে এর মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে একটা সুখবর পেলেন সাব্বির রহমান। প্রথমবারের মতো আইসিসির কোনো র্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এলেন এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাব্বিরের অবস্থান এখন দশে।
গত জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন সাব্বির। কিন্তু তখনো সেরা দশে ঢোকা হয়নি। সেই ৬৫০ রেটিং পয়েন্ট এখন কমে হয়েছে ৬২৭। তবে বাকিদের আরও অবনমন তাঁকে সেরা দশে তুলে আনল। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এর আগে সাকিব ২০১২ সালে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের সেরা দশে উঠেছিলেন।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের সেরা দশে অবশ্য দুজন বাংলাদেশি আছেন। ছয়ে আছেন মোস্তাফিজুর রহমান, নয়ে সাকিব। সাকিব তিন ধরনের ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন। আইসিসির সেরা দশে বাংলাদেশের আর একজন প্রতিনিধি আছেন। টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের ছয়ে আছেন মাহমুদউল্লাহ।
আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা দশে বাংলাদেশিদের অবস্থান:
টি-টোয়েন্টি ব্যাটসম্যান | |||
র্যাঙ্কিং | খেলোয়াড় | দেশ | রেটিং |
১. | বিরাট কোহলি | ভারত | ৭৯৯ |
২. | অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া | ৭৮৭ |
৩. | কেন উইলিয়ামসন | নিউজিল্যান্ড | ৭৪৫ |
৪. | গ্লেন ম্যাক্সওয়েল | অস্ট্রেলিয়া | ৭১৮ |
৫. | জো রুট | ইংল্যান্ড | ৬৯৯ |
৬. | অ্যালেক্স হেলস | ইংল্যান্ড | ৬৭৪ |
৭. | ফ্যাফ ডু প্লেসি | দক্ষিণ আফ্রিকা | ৬৬৪ |
৮. | মোহাম্মদ শেহজাদ | আফগানিস্তান | ৬৬৪ |
৯. | হ্যামিল্টন মাসাকাদজা | জিম্বাবুয়ে | ৬৫৭ |
১০. | সাব্বির রহমান | বাংলাদেশ | ৬২৭ |
টি-টোয়েন্টি বোলার | |||
র্যাঙ্কিং | খেলোয়াড় | দেশ | রেটিং |
১. | ইমাদ ওয়াসিম | পাকিস্তান | ৭৮০ |
২. | জাসপ্রীত বুমরা | ভারত | ৭৬৪ |
৩. | ইমরান তাহির | দক্ষিণ আফ্রিকা | ৭৪৪ |
৪. | রশিদ খান | আফগানিস্তান | ৭১৭ |
৫. | স্যামুয়েল বদ্রি | ওয়েস্ট ইন্ডিজ | ৭১৭ |
৬. | মোস্তাফিজুর রহমান | বাংলাদেশ | ৬৯৫ |
৭. | জেমস ফকনার | অস্ট্রেলিয়া | ৬৮৮ |
৮. | সুনীল নারাইন | ওয়েস্ট ইন্ডিজ | ৬৫২ |
৯. | সাকিব আল হাসান | বাংলাদেশ | ৬৪৮ |
১০. | রবিচন্দ্রন অশ্বিন | ভারত | ৬৪৪ |
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিং | |||
র্যাঙ্কিং | খেলোয়াড় | দেশ | রেটিং |
১. | সাকিব আল হাসান | বাংলাদেশ | ৩৫৪ |
২. | গ্লেন ম্যাক্সওয়েল | অস্ট্রেলিয়া | ৩৪৪ |
৩. | মোহাম্মদ নাবী | আফগানিস্তান | ২৭৫ |
৪. | ম্যারলন স্যামুয়েলস | ওয়েস্ট ইন্ডিজ | ২৭১ |
৫. | যুবরাজ সিং | ভারত | ২১০ |
৬. | মাহমুদউল্লাহ | বাংলাদেশ | ২০৩ |
৭. | পিটার বোরেন | হল্যান্ড | ২০২ |
৮. | কোরি অ্যান্ডারসন | নিউজিল্যান্ড | ২০১ |
৯. | সুরেশ রায়না | ভারত | ২০০ |
১০. | ডোয়েইন ব্রাভো | ওয়েস্ট ইন্ডিজ | ১৯৯ |