দৈনিক ইত্তেফাকের ব্যূরো প্রধান ও বরিশাল শহীদ অাব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক লিটন বাশারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন অলটাইম বিডি নিউজ ২৪ ডটকমের প্রকাশক জাকারিয়া আলম দিপু ও সম্পাদক নুরে আলমিন বাপ্পী সহ পরিবারবর্গ।
শোকবার্তায় অলটাইম বিডি নিউজ ২৪ ডটকম পরিবার মরহূমের অাত্নার মাগফেরাত কামনা করে বলেন, বরিশালের সাংবাদিক অাঙ্গনে লিটন বাশারের ভূমিকা ছিল প্রশংসনীয়।
লিটন বাশারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য অাজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মস্তিষ্কে রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি ৪ বছর বয়সী এক পুত্র ও স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।