মাগুরা প্রতিনিধি : বিশ্ববরেণ্য ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান স্ত্রী-কন্যাকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে মাগুরায় নিজ বাড়িতে ঈদ করছেন।
সোমবার (২৬ জুন) সকালে বাবা মাশরুর রেজা কুটিলের সঙ্গে এবার তিনি মাগুরার ঈদের প্রধান জামাতে যান।
শহরের নোমানি ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত এই ঈদের জামাতে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের পাশাপাশি সাকিব আল হাসান বাবাকে নিয়ে নামাজ আদায় ও মোনাজাত করেন।
সাকিব আল হাসান মাগুরায় অনেকটাই লোকচক্ষুর অন্তরালে থাকার চেষ্টা করেন। চেষ্টা করেন সাংবাদিকদের ক্যামেরার বাইরেও থাকতে। যে কারণে তিনি প্রতি বছর ভিন্ন ভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় করেন। তারই ধারাবাহিকতায় অতীতে মাগুরা জজকোর্ট মসজিদে নামাজ আদায় করলেও এবার তিনি শহরের প্রধান জামাতে নামাজ আদায় করেন।
এর আগে ঈদুল ফিতরের দিন পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সাকিব আল হাসান।