সোমবার , ২৬ জুন ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রাজধানীতে কোথায় কখন ঈদ জামাত

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ২৬, ২০১৭ ২:০৮ পূর্বাহ্ণ

রবিবার (২৫ জুন) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সোমবার (২৬ জুন) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

প্রতিবারের মতো এবারও দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

আবহাওয়া খুব প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার হবে দেশের প্রধান ঈদ জামাত। আর দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন, ডিএসসিসি’র তত্ত্বাবধানে ৫৭টি ওয়ার্ডে ৪টি করে মোট ২২৮টি এবং জাতীয় ঈদগাহ ময়দান ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে একটি করে সর্বমোট ২৩০টি জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও কূটনৈতিকরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১৮০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএনসিসি-এর সমাজ কল্যাণ অফিসার এনায়েত হোসেন। তিনি বলেন, ডিএনসিসি’র ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে ৫টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিরা যাতে নিকটবর্তী দূরত্বে গিয়ে স্বাচ্ছন্দে নামাজ আদায় করতে পারেন, সেভাবেই স্থান নির্ধারণ করা হয়েছে।

বরাবরের মতো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকারম জাতীয় মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথমটি সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০ টায় এবং ৫ম ও শেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মুকাররমে প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, তৃতীয় জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষন একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন এবং পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ইমামতি করবেন।

এই ৫টি জামাতে কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী।

এছাড়া রাজধানীর নারিন্দা মশুরীখোলা দরবার শরীফ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, বনানী কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৮টায়, এলিফেন্ট রোডস্থ এরোপ্লেন মসজিদে সকাল ৮টায়, ধলপুর নারিকেল বাগান বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়, মিয়া সাহেব ময়দান শাহ সাহেব বাড়ী জামে মসজিদে সকাল সোয়া ৭টায়, লক্ষ্মীপুরের নূরানী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর মোহাম্মদপুর জয়েন্ট কোয়াটারস মসজিদ এ তৈয়্যেবিয়ায় প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ইমান জামে মসজিদে সকাল ৮টায়, ডেমরার ডগাইরবাজার কবরস্থান ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, মুগদার মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদে পৌনে ৮টায়, দক্ষিণ মুগদাবাগ ব্যাংক কলোনীর রসুলবাগ জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৯টায়, চিশতিয়া সাঈদিয়া দরবার শরীফ জামে মসজিদে সকাল ৮টায়, সায়েদাবাদ আরজু শাহ পাক দরবার শরীফ বড় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বংশাল আহলে হাদিস বড় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, মতিঝিলের দেওয়ানবাগ শরীফে সকাল ৮টায়, সকাল সাড়ে ৯টায় এবং সকাল ১০টায়, বাসাবো ছায়াবীথি জামে মসজিদে সকাল আটটায়, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। মনিপুর ইসলামিয়া মাদ্রাসা, মিরপুর সকাল সাড়ে ৮টা, দক্ষিণ বাসাবো বালুর মাঠে সকাল সোয়া ৭টায় ও সাড়ে ৮টায়, আম্বরশাহ শাহী মসজিদে সকাল ৮টায়, নীলক্ষেত বাবুপুরা শাহ শাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সকাল ১০ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

ঝড়-জলোচ্ছ্বাসে আটকা ভোলার ১৭ হাজার বাসিন্দা!

বরিশালে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় বিভাগীয় জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

বরগুনার বেতাগীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীনের যোগদান

তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা শুনলেন প্রধানমন্ত্রী

” অনলাইন বিজ্ঞাপন সংস্থা রেডআইটি অ্যাডস সবার শীর্ষে”

বরিশাল হাসপাতালে গৃহবধূর লাশের পাশে সন্তানকে ফেলে পালালেন স্বামী

খালেদার আপিল: রায় পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেবে দুদক

বাবুগঞ্জে পুলিশের কাছে ৭ মাদকসেবীর আত্মসমর্পণ

পটুয়াখালীতে করোনায় নতুন আক্রান্ত ৩০ জন

বগুড়ায় ফাইল আটকিয়ে টাকা দাবি, সহকারী কর কমিশনার গ্রেফতার