জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলার বাইরে পরিবারকে সময় দেওয়ার তাগিদ অনুভব করেন সবসময়। যেকোনো উপলক্ষই পরিবারের সবাইকে নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন টাইগার ক্যাপ্টেন।
অন্য কোনো সমস্যা না থাকলে ঈদের দিনটা নড়াইলে নিজের বাড়িতেই কাটান ম্যাশ। এবারও তার ব্যতিক্রম হয়নি।
পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ রবিবার নড়াইলে পৌঁছেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
রাত পোহালেই খুশির ঈদ। এবার নাকি পরিবারের সাথে কয়েকদিন কাটানোর ইচ্ছা ম্যাশের। আপাতত কোনো সিরিজ নেই। ঘরোয়া ক্রিকেটের মাঠও খালি। অস্ট্রেলিয়া সফরে আসলেও মাশরাফির মাঠে নামার তাড়া নেই। কারণ অনেক বছর ধরেই টেস্ট ক্রিকেট খেলেছেন না তিনি। মাশরাফির ছুটির পর্বটা এবার বেশ দীর্ঘই হচ্ছে।
(Visited ৫ times, ১ visits today)