‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান বেশিদিন বাড়ি ছেড়ে থাকতে ভালোবাসেন না। বাড়ির প্রতি; মায়ের প্রতি তার অন্যরকম একটা টান আছে।
ইনজুরি থেকে ফিরে সময়টা খুব ভালো যায়নি দ্য ফিজের। আইপিএল থেকে শুরু করে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত দেখা যায়নি মুস্তাফিজের ভেলকি। সেসব নিয়ে নিশ্চয় কাঁটাছেঁড়া হচ্ছে, আরও হবে।
তবে এখন এতসব ভাবার সময় নেই। একমাস সিয়াম সাধনা শেষে এসে গেছে খুশির ঈদ। মুসলমানদের এই বৃহত্তর ধর্মীয় উৎসব পরিবার পরিজনের সাথে উদযাপনের জন্য নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরার তেঁতুলিয়া পৌঁছে গেছেন কাটার মাস্টার।
ছুটি শেষে আবারও ফিরতে হবে মাঠে। টেস্ট পরীক্ষা নিতে আসছে পরাক্রমশালী অস্ট্রেলিয়া। এবার আর সীমিত ওভারের ম্যাচ নয়; পুরো পাঁচ দিনের টেস্টে দীর্ঘসময় বোলিং করতে হবে দ্য ফিজকে। অজি বধে তার দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।
(Visited ৩ times, ১ visits today)