রির্পোট: দীপু হাফিজুর রহমান.
নাগরিক সাংবাদিক ও এ্যাডমিন, বিপিপি, বরিশাল।
বরিশাল – সমস্যা ও সম্ভাবনা গ্রুপেই বিভিন্ন সময় রাস্তার স্পিড ব্রেকারে রঙ না থাকা নিয়ে পোস্ট দেখেছি, শুনেছি এ কারনে কিছু দুর্ঘটনার কথাও! কিন্তু রঙ করে চিহ্নিত করা আর হয়ে ওঠেনি কারোই….
আসন্ন বিজয় দিবসকে স্মরনীয় করতে গ্রুপ সদস্যরা অন্যান্য নাগরিকদের নিয়ে এমন কিছু কাজ কি করে ফেলতে পারি!? ১৬ ডিসেম্বর তারিখ প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২:০১ মিনিটে যার যার এলাকার কিংবা নিকটবর্তী স্পীডব্রেকারে রঙ করে চিহ্নিত করার উদ্যোগ নিতে পারি না!? নিজেরাই টিম গঠন করে নেব যার যার পরিকল্পনা অনুযায়ী।
এজন্য দরকার উদ্যোগ, মাস্টার পেইন্ট, থিনার আর ব্রাশ। উদ্যোগ নিতে ইচ্ছা, এক পাউন্ড মাস্টার পেইন্ট ৩০০ টাকা, এক পাউন্ড থিনার ৭০ টাকা, ২ ইঞ্চি ব্রাশ ৭০ টাকা (কিছু কম বেশী হতে পারে) যা দিয়ে অন্তত ৮/১০টিতে ব্যবহার করা যাবে। অর্থ নিজেদের যোগানে বা সংগ্রহে, নিজেরাই উদ্যোগ নিয়ে শহরের জন্য, শহরের মানুষের উপকারে কে কে আগ্রহী আছেন এভাবে বিজয় দিবস পালন করতে!! তাহলে কমেন্টে জানান আপনার নির্ধারত স্থানটির কথা। মহান বিজয়ের দিনে সম্পন্ন কাজের ছবি পোস্ট করুন এখানেই।
আমি অমৃত লাল কলেজের সামনের স্পিডব্রেকারের উপর রঙ করবো বলে ঠিক করেছি। আশেপাশে আগ্রহী কেউ থাকলে যোগ দিতে পারেন। সংখ্যায় আমরা বেশী হলে পুরো হাসপাতাল রোডের সবগুলোতে রঙ করে ফেলবো ইনশাআল্লাহ।
অগ্রিম ধন্যবাদ… এই বিজয় দিবস দেশের জন্য শ্রম নিবেদনের মাধ্যমে পালন করতে সামিল হওয়ায়।