২০০ এতিম বাচ্চার সঙ্গে ইফতার করেছেন বাংলাদেশ জাতীয় দলের টি২০ অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বেসরাকারী মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের আয়োজনে বৃহস্পতিবার (২২ জুন) স্থানীয় সিটি ইন হোটেলে ব্যতিক্রমধর্মী এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারির আগে সাকিব এতিম বাচ্চাদের টেবিলে গিয়ে তাদের খোঁজ-খবর নেন ও তাদের সঙ্গে কিছুটা সময় কাটান।
পরে ইফতারের এ আয়োজন সম্পর্কে সাকিব বলেন, ‘এমন ব্যতিক্রমধর্মী একটি ইফতার আয়োজনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি সত্যিই আনন্দিত। বেশ কয়েক বছর যাবৎ বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্ব্যাসেডর হিসেবে কাজ করছি এবং এরকম একটি ব্র্যান্ডকে তুলে ধরতে পেরে আমি সত্যিই গর্বিত যেটি শুধুমাত্র পণ্য এবং সেবা প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং রমজানের এই পবিত্র মাসে এতিম বাচ্চাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেবার মত মহৎ উদ্যোগ গ্রহণেও এগিয়ে এসেছে।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলালিংকের রিজিওনাল ডিরেক্টর এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স, খুলনা রিজিওনাল হেড মো. নাইমুল হাসান।