আওয়ামী লীগকে দেশের সেবা করার সুযোগ দিতে জনগণকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৩ জুন) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। কেন্দ্রীয় এই কার্যালয়টির ১০ তলা ভবন হবে।
আগামী নির্বাচন ইঙ্গিত করে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এটি আমরা অব্যাহত রাখতে চাই। সে কারণে জনগণের কাছে, বারবার আওয়ামী লীগকে দেশের সেবা করার সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি।’
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে শেখ হাসিনা বলেন, ‘ব্যক্তিগত চাওয়া পাওয়ার কথা না ভেবে বঙ্গবন্ধুর আদর্শে দেশের সেবা করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে।’
অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে আ.লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।