রিপোর্ট – শেখ সুমন
কোন শিশুর বয়স ১৭ হয়নি.সবাই এখন পড়াশুনা করছে.কেউ অর্থ উপার্জন করেনা.কিন্তু বাবা-মায়ের দেয়া টিফিন খরচের টাকা দিয়ে বন্ধুরা মিলে আনন্দ করে খাবার খায়.দুষ্টুমি করে.মাঝে , মধ্যে পায়ে হেটে স্কুল, কলেজে গিয়ে ২/ ৪ টাকা জমিয়ে রাখে কোন বন্ধুর জন্মদিন পালন করবে.কিন্তু এই শিশুরা যে মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তার চেষ্টাও করে ক্ষুদে শিশুরা.সকল শিশুর প্রিয় সংগঠন বরিশাল শিশু ফোরামের সদস্য এরা.এই শিশুদের বিভিন্ন ট্রেনিং দিয়ে সহায়তা করে WORLD VISION BANGLADESH বরিশাল ADP,.এই শিশুরা এবার ঈদে তাদের টিফিন খরচের টাকা বাচিয়ে সাত জন গরীব অসহায় শিশুর মাঝে ঈদের নতুন পোশাক,সেমাই, চিনি এবং দুধ বিতরন করেন.এসময় উপস্থিত ছিলেন বরিশাল শিশু ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান শেখ.এসময় তিনি বলেন,ঈদে আমরা নতুন পোশাক পরবো ,আর বন্চিত শিশুরা পরবেনা তা হয়না.আমরা আমাদের সাদ্ধ্যমত এবার সাত জনকে দিছি,আগামীতে আরো বেশী দেয়ার চেষ্টা থাকবে.এসময় বরিশাল ADP র কর্মকর্তা সহ শিশু ফোরাম কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন.