রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে চারজনকে অাটক করেছে র্যাব-৮ এর একটি দল। পরে অাটককৃতদের ভ্রাম্যমাণ অাদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অাটককৃতরা হলেন মো. কামাল (২৯), মো. আব্দুল হাই (২৮), নওয়াব আলী মন্ডল (৫৮) ও মো. মোতালেব (৩৮)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দৌলতদিয়া ঘাট এলাকায় কতিপয় ব্যক্তি গণপরিবহনে চাঁদা আদায়ের কার্যক্রম চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র্যাব-৮ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে চারজনকে অাটক করে।
পরে তাদের রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে টাকা জরিমানা করা হয়।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের ২ নং কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।