শনিবার , ২৪ জুন ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শাকিব-আজিজকে নিষিদ্ধ করল চলচ্চিত্র ঐক্যজোট

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ২৪, ২০১৭ ২:০২ পূর্বাহ্ণ

এফডিসির সমস্ত সংগঠন থেকে শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজকে অবাঞ্ছিত করে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে যৌথ প্রযোজনার নামে দেশের প্রচলিত আইন যারা ভেঙেছে তাদের সঙ্গে জড়িত সব শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলা কুশলীদেরও নিষিদ্ধ করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন ঐক্যজোটের আহ্বায়ক মুশফিকুর রহমান গুলজার, নন্দিত অভিনয় শিল্পী ফারুক, আলমগীর, রোজিনা, রিয়াজ, অঞ্জনা ও ১৮ সংগঠনের নেতাকর্মীরা।

সম্মেলনে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া থেকে বারবার বলা হচ্ছে আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করছি। কিন্তু এটা ভুল প্রচার। আমরা যৌথ প্রযোজনার নিয়ম মানা হচ্ছে না বলে আন্দোলনে নেমেছি। আর গেল কয়েক বছর ধরেই এই অনিয়ম করে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও তাদের সহযোগীরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাদের সাহায্য করে যাচ্ছেন। শাকিব খানও তাদের পক্ষ হয়ে ইন্ডাস্ট্রিকে খাটো করে নানা কথা বলছেন। তাই তাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ অবাঞ্চিত ঘোষণা করা হলো।’

অভিনেতা আলমগীর বলেন, ‘কয়েক সপ্তাহ আগেই শাকিব খানকে নিয়ে এসে আমি ১৪ সংগঠনের কাছে তার হয়ে ক্ষমা চেয়েছি। সবাইকে বলেছি যেন শাকিবকে ক্ষমা করে দিয়ে তার উপর নিষিদ্ধ আদেশ তুলে নেয়া হয়। এত অল্পদিনেই সে সব ভুলে গেছে। সে সীমা অতিক্রম করে আমাদের বড় ভাই ফারুক ভাইকে ইঙ্গিত করে বাজে কথা বলেছে। আমরা কোনোদিন রাজ্জাক ভাই, ফারুক ভাইদের নিয়ে কথা বলিনি। কষ্ট পেলেও কোনো কারণে চুপ থেকেছি। একদিনের সিনিয়র হলেও তিনি সিনিয়র।’

এই অভিনেতা আরও বলেন, ‘দিলীপ কুমার ৪০ বছর সিনেমা করেন না। তাই বলে অমিতাভ কী তাকে খাটো করে কথা বলে। ফারুক ভাই ২৫ বছর জীবন যৌবন বিলিয়ে দিয়েছেন এই ইন্ডাস্ট্রির জন্য। তার মতো একটা ছবি শাকিব করুক আগে। ওর কীসের অভাব। আল্লাহ শাকিবকে সব দিয়েছেন। টাকা, নাম-যশ। ওর আসলে শিক্ষার অভাব।’

এসময় তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, এইসব বেয়াদব, দেশের চলচ্চিত্র বিরোধীদের নিয়ে কিছু লিখুন। দেশের মানুষ জানুক, তারকা আর চলচ্চিত্রগিরির আড়ালে ওরা কী করছে।

অভিনেতা ফারুক বলেন, ‘আমরা চলচ্চিত্রের ধ্বংস বসে বসে দেখবো না। প্রয়োজনে রাস্তায় না খেয়ে থাকবো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য।’

এসময় চলচ্চিত্র পরিবারের নেতাকর্মী ও সদস্যরা শাকিবের নাম নিয়ে `শেম শেম` করেন।

ঈদের ছুটিতে অফিস বন্ধ উল্লেখ করে গুলজার বলেন, `শাকিব ও আজিজ গংদের এই মুহূর্ত থেকে নিষিদ্ধ করা হলো। অফিস খুললে ওদের লিখিত চিঠি পাঠানো হবে।’

এদিকে নাদের চৌধুরীর সদস্যপদও খারিজ করেছে চলচ্চিত্র পরিবারের নেতারা।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

মাইক্রোসফট থেকে ১ কোটি ৬২ লাখ টাকার প্রস্তাব, কিন্তু…

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় উদ্যোক্তা সামিট ২০২০ অনুষ্ঠিত

সিরিজে সর্বোচ্চ রান ওয়ার্নারের

৯৯ শিক্ষক-কর্মকর্তাকে বদলি-ওএসডি

সরকারি ঘর পেতে অর্ধ লাখ টাকা উৎকোচ দিয়ে ভিক্ষা করে তা পরিশোধ করছেন বেগম!

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে : সিইসি

বরিশালে শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যকর্মীদের আনন্দ বৈঠক অনুষ্ঠিত

ফের ১ জুন থেকে বাড়ছে গ্যাসের দাম

বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার’র জন্মদিন পালিত

বরিশালে মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপনের প্রস্তাব