রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
২০১৪ সালে ইরাক ও সিরিয়ার অনেক অংশ দখল করে নেয় আইএস।। ইসলামিক ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় তারা।। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট আইএসের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৫০ হাজার যোদ্ধা হারিয়েছে তারা।। বর্তমানে রাশিয়া,, ইরাক,, সিরিয়া সহ কয়েকটি দেশ আইএসের বিরুদ্ধে একত্রে লড়াই করছে।।
সুত্র::বিবিসি
(Visited ৭ times, ১ visits today)