বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন থেকে অবসর ও কল্যাণ সুবিধা বাবদ কেটে রাখা চাঁদার হার বাড়ানো হয়েছে।
এখন থেকে অবসরের জন্য মাসিক বেতনের ৬ শতাংশ এবং কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ হারে কেটে রাখা হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
চলতি জুন মাস থেকে নতুন নির্ধারিত হারে অবসর ও কল্যাণ সুবিধার চাঁদা কাটা হবে বলেও জানা গেছে।
গেজেটে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের অবসর বাবদ ৬ শতাংশ ও কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ হারে চাঁদা বাবদ টাকা কেটে রাখা হবে। আগে যথাক্রমে ৪ ও ২ শতাংশ হারে টাকা কাটা হতো।
গেজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনের স্বাক্ষর রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, কল্যাণ বোর্ডের আর্থিক সংকট দূর করা এবং শিক্ষকদের হাতে যথাসময়ে তাদের কল্যাণ সুবিধা প্রদানে আমরা অনেক আগেই এ প্রস্তাব দিয়েছিলাম। অনেক দিন পর হলেও অবশেষে তা বাস্তবায়ন হয়েছে।
তিনি বলেন, নতুন পে-স্কেলে শিক্ষকদের শতভাগ বেতন বৃদ্ধি হয়েছে। এর সঙ্গে কল্যাণ ও অবসর সুবিধার অর্থ বৃদ্ধি পেয়েছে। বিষয়গুলো বিবেচনা করে শিক্ষকদের চাঁদার হার বৃদ্ধি করা হয়েছে।
তবে গেজেট এখনও বিজি প্রেস থেকে হাতে পৌঁছায়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন নাই। তবে নিজেদের চাকরিকালীন মাসিক চাঁদা দিয়ে জমানো টাকার সাথে সরকার আরও কিছু যোগ করে অবসরের পর এককালীন পেনশন ও কল্যাণ সুবিধা দিয়ে থাকে।