বৃহস্পতিবার , ২২ জুন ২০১৭ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার চাঁদা বৃদ্ধি

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ২২, ২০১৭ ৩:০৬ পূর্বাহ্ণ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন থেকে অবসর ও কল্যাণ সুবিধা বাবদ কেটে রাখা চাঁদার হার বাড়ানো হয়েছে।

এখন থেকে অবসরের জন্য মাসিক বেতনের ৬ শতাংশ এবং কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ হারে কেটে রাখা হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

চলতি জুন মাস থেকে নতুন নির্ধারিত হারে অবসর ও কল্যাণ সুবিধার চাঁদা কাটা হবে বলেও জানা গেছে।

গেজেটে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের অবসর বাবদ ৬ শতাংশ ও কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ হারে চাঁদা বাবদ টাকা কেটে রাখা হবে। আগে যথাক্রমে ৪ ও ২ শতাংশ হারে টাকা কাটা হতো।

edu

গেজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনের স্বাক্ষর রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, কল্যাণ বোর্ডের আর্থিক সংকট দূর করা এবং শিক্ষকদের হাতে যথাসময়ে তাদের কল্যাণ সুবিধা প্রদানে আমরা অনেক আগেই এ প্রস্তাব দিয়েছিলাম। অনেক দিন পর হলেও অবশেষে তা বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন, নতুন পে-স্কেলে শিক্ষকদের শতভাগ বেতন বৃদ্ধি হয়েছে। এর সঙ্গে কল্যাণ ও অবসর সুবিধার অর্থ বৃদ্ধি পেয়েছে। বিষয়গুলো বিবেচনা করে শিক্ষকদের চাঁদার হার বৃদ্ধি করা হয়েছে।

তবে গেজেট এখনও বিজি প্রেস থেকে হাতে পৌঁছায়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন নাই। তবে নিজেদের চাকরিকালীন মাসিক চাঁদা দিয়ে জমানো টাকার সাথে সরকার আরও কিছু যোগ করে অবসরের পর এককালীন পেনশন ও কল্যাণ সুবিধা দিয়ে থাকে।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি