নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, আগামী ২৫ জুলাই থেকে ভোটার তালিকার হালনাগাদের কাজ শুরু হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি)। তথ্য সংগ্রহের কাজ চলবে ৯ আগস্ট পর্যন্ত।
বুধবার আগরগাঁওস্থ নির্বাচন ভবনে দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, এ বছর ২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এবং যেসব নাগরিক ভোটার হওয়ার যোগ্য কিন্তু বিভিন্ন কারণে হতে পারেনি কেবল তাদের ভোটার করা হবে। সে হিসেবে এ ধাপে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।
তিনি জানান, এসব নাগরিকদের নিবন্ধনের কাজ চলবে ২০ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত। তবে ঈদুল আজহা, দুর্গাপূজার ছুটির দিনগুলো কার্যক্রম বন্ধ থাকবে।
‘আমরা সবাই জানি ৩৬৫ দিনই ভোটার হওয়া যায়। যেকোনো দিন যেকোনো লোক সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারেন। এ কাজ করতে ধারাবাহিকভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি,’ যোগ করেন সচিব।
প্রসঙ্গত, দেশে বর্তমানে ১০ কোটি ১৮ লাখ ভোটার রয়েছে।