দুই হাজার ২৪টি শূন্যপদে নিয়োগের সুপারিশ করতে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি বলেন, গতকাল পিএসসিতে এক সভার মাধ্যমে ৩৮তম বিবিএস পরীক্ষার সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে অনুযায়ী আগামী ১০ জুলাই আবেদন শুরু হবে। চলবে ১০ আগস্ট পর্যন্ত।
তিনি বলেন, এবারই প্রথম লিখিত পরীক্ষায় দুজন পরীক্ষকের মাধ্যমে খাতা মূল্যায়ন করা হবে। ২০ শতাংশের বেশি পার্থক্য দেখা দিলে তা পুনরায় মূল্যায়ন করা হবে।
৩৮ বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি এবং পররাষ্ট্রে ১৭টি সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে।
(Visited ৫ times, ১ visits today)