রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে আটকে পড়া হাজার হাজার বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য পূর্ব আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক ও বিমান হামলা স্থগিত করেছে সিরিয়ার সেনাবাহিনী।।প্রায় ৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে বলে জানান হয়েছে।।
সূত্র : :বিবিসি
(Visited ৯ times, ১ visits today)