মোঃ শাহাজাদা হিরা।।
গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার মহিলাদের জীবন মান উন্নয়নে জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তারি ধারাবাহিকতায় গতকাল ২০ জুন সকাল ১০টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর কার্যালয় ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ’ শীর্ষক কর্মসূচির জুলাই-সেপ্টেম্বর ২০১৭ সালের প্রশিক্ষণের জন্য ছাত্রি ভর্তির মৌক্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, প্রগ্রাম অফিসার রওশনারা বেগম, এস্টোর কিপার অয়শা সিদ্দিকা, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক মাইদুল ইসলাম, আরিফুর রহমান, রিনা বেগম সহ অন্যান্যরা। ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ’ শীর্ষক কর্মসূচির জুলাই-সেপ্টেম্বর ২০১৭ সালের প্রশিক্ষণে ৫ টি বিষয়ের উপর ৫০ জন দরিদ্র আসহায় মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের বিষয় গুল হলো বিউটি পার্লার, মোবাইল সার্ভিসিং, মোমবাতি বানানো, সেলাই প্রশিক্ষণ, সোপিচ তৈরি। তিন মাসের এই প্রশিক্ষণ কর্মসূচিতে মহিলাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার জানায়।