ভলান্টিয়ার ফর বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্ট এর ভলান্টিয়াররা গতকাল একটি ইফতার মাহফিলের আয়োজন করে “অন্ধ ও প্রতিবন্ধী স্কুল আমতলায়”। প্রায় শতাধিক ভলান্টিয়ার ও অন্ধপ্রতিবন্ধী এই ইফতার মাহফিলে যোগদান করেন। এই অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশের দুইজন কমিটি সদস্য সামিরা নিপা ও হাসান মাহমুদ বলেন এই অবহেলিত বাচ্চাদের নিয়ে কেউ ভাবে না।তারা অনেক সুবিধা বঞ্চিত।এই স্কুলে ও তাদের প্রয়োজনীয় অনেক কিছুই নাই।তাই আমরা তাদের প্রতিটা চাওয়া পূরনের জন্য চেষ্টা করে যাবো এবং সমাজের বিভিন্ন শ্রেণীরর মানুষরা ও এগিয়ে আসুন আমাদের সাথে।
(Visited ৩ times, ১ visits today)