রির্পোটঃসাজ্জাদ খোশনবীশ.
নাগরিক সাংবাদিক, টাঙ্গাইল।
বর্তমান জেলা প্রশাসক মহোদয়ের আমলের বেশ কিছু কাজ জনমনে বেশ উৎসাহ ও আশার সঞ্চর করেছে। বিশেষ করে সুপরিকল্পিত ডিসি লেক নির্মাণের পর এখন লৌহজং নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তিনি নগরবাসীকে একটি সুন্দর ও স্বাস্থ্যকর টাঙ্গাইল উপহার দেবেন বলে জনমনে ধারণা ও বিশ্বাস জন্ম নিয়েছে। একটি অঞ্চলের নদী হচ্ছে সে অঞ্চলের দর্পন। ঐ নদীকে ঘিরেই আবর্তিত হয় অঞ্চলটির ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতি। সেই নদী যখন দখলদারদের দৌরাত্ম্যে মানচিত্রথেকে মুছে যাবার উপক্রম হয় তখন সচেতন কোন ব্যক্তির পক্ষে নিশ্চুপ থাকা সম্ভব হয় না। এমনই একটি পরিস্থিতিতে মৃতপ্রায় নদীটির প্রতি সদয়হয়ে এগিয়ে আসেন টাঙ্গাইলের জেলাপ্রশাসক মো. মাহবুব হোসেন।
তিনি লৌহজং নদী উদ্ধার নিয়ে টাঙ্গাইলবাসীকে স্বপ্ন দেখাতে শুরুকরেন এবং দলমত নির্বিশেষে সকলকে এককাতারে আনতে সক্ষম হন। ইতোমধ্যে তিনি যুগ্ম সচিব পদে পদন্নোতি প্রাপ্ত হয়েছেন। যে কারনে বদলী অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে বলে টাঙ্গাইলবাসী আশংকা করছেন। অথচ লৌহজং নদী উদ্ধার ও এর দু’পাশে ওয়াক ওয়ে নির্মাণ করে ডিসি লেকের আদলে শোভাবর্ধন হবে এই প্রত্যাশা টাঙ্গাইলবাসী সকলের। আর টাঙ্গাইলবাসীর বিশ্বাস এই কাজগুলো সমাপ্ত করা একমাত্র ডিসি মাহবুব হোসেন মহোদয়ের হাত দিয়েই সম্ভব। তাই, টাঙ্গাইলের জনগণ এই জনবান্ধব জেলাপ্রশাসক মহোদয়কে এতো শীঘ্রই হারাতে চায়না। তারা এই মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানাতে চান যে- লৌহজং উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সহ টাঙ্গাইলের উন্নয়নে গৃহীত সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কোন প্রকার বদলী স্থগিত করে আরো কমপক্ষে ২বছর বর্তমান জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন মহোদয়কে টাঙ্গাইল জেলায় রেখেদেয়া হোক।।