মঙ্গলবার , ২০ জুন ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চিন্তা করছি, ফিরতে পারব তো দেশে

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ২০, ২০১৭ ১:১৯ পূর্বাহ্ণ

পাপুয়া নিউগিনির সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে আটকা পড়েছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। তিনদিন পর সোমবার সকালে সেখান থেকে তাদের উদ্ধার করে তিমিকা বিমানবন্দরে নিয়ে যায় এশিয়াওয়ান নামের একটি হেলিকপ্টার কোম্পানি। তবে হেলিকপ্টারের অতিরিক্ত বিল পরিশোধ করতে বিলম্ব করায় মুসাসহ তার দুই সহযোগী আরোহীর পাসপোর্ট জব্দ করে তাদের গৃহবন্দি করে রেখেছে প্রতিষ্ঠানটি।

ওই ঘটনার পর নিজের ফেসবুক পেজে বাংলাদেশে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মুসা ইব্রাহীম। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“আমাদের পাসপোর্ট অবৈধভাবে বাজেয়াপ্ত করে গৃহবন্দি করে রেখেছে তিমিকার হেলিকপ্টার কোম্পানি- এশিয়াওয়ান (AsiaOne)।

উদ্ধার পেয়েছি বেস ক্যাম্প থেকে কিন্তু উদ্ধার হচ্ছে না হেলি কোম্পানির হাত থেকে। অ্যাডভেঞ্চার কিন্তু এখনও শেষ হয়নি।

যে হেলিকপ্টার কোম্পানি (এশিয়াওয়ান) আমাদের বেস ক্যাম্প থেকে নিয়ে এসেছে, তারা আমাদের পাসপোর্ট অবৈধভাবে বাজেয়াপ্ত করে গৃহবন্দি করে রেখেছে। তাদের দাবি, তাদের তিনবার তিমিকা থেকে বেস ক্যাম্প পর্যন্ত ফ্লাই করার খরচ দিতে হবে (১১০০০ ইউএস ডলার)। কিন্তু গতকাল রবিবার তারা নিজেরাই দেরি করে সকাল ১০টায় বেস ক্যাম্পের দিকে গিয়েছিল, ততক্ষণে আবহাওয়া খারাপ হয়ে গিয়ে হেলিকপ্টার ফিরে এসেছে তিমিকায়, যা কিনা পুরোটাই হেলিকপ্টার প্রতিষ্ঠানের দায়িত্ব। কারণ আমরা সকাল ৬টা থেকে প্রস্তুত ছিলাম।

আজ সোমবার তারা সকালে আমাদের বেস ক্যাম্পের পাশের একটা জায়গা থেকে প্রথমবার গিয়ে ফিরে আসে। আমরা দেখতে পেয়েছিলাম হেলিকপ্টার, কিন্তু তারা প্রথমবার উদ্ধার না করেই ফিরে আসে। দ্বিতীয়বার আমরা পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম যেন হেলিকপ্টার দেখামাত্রই তা উড়িয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং তা করেছি। এখন হেলিকপ্টার কোম্পানির কথা হলো, তাদেরকে পুরো তিনবারের টাকা দিতে হবে।

May/musa

আমরা, Satyarup Siddhanta, Nandita Cn এবং আমি ৮ হাজার ডলার পর্যন্ত দিতে রাজি হয়েছি এবং সে মোতাবেক Franky Kowaas- এর প্রতিষ্ঠান মানাডো অ্যাডভেঞ্চারকে টাকা দেয়ার প্রক্রিয়া সত্যরূপ শুরু করেছে। ইতোমধ্যে সাড়ে চার হাজার ডলার দেয়া হয়েছে। কিন্তু হেলিকপ্টার কোম্পানি এশিয়াওয়ানের জ্যাকব- এর (+628122312558) দাবি, তাদের পুরো টাকাটা (১১ হাজার ডলার) দিতে হবে।

চিন্তা করছি যে, ফিরতে পারব তো দেশে???”

গত ২৯ মে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে দেশ ছাড়েন মুসা। নীলসাগর গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুসা ইব্রাহীম মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে যান। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সহযোগী দুই আরোহীসহ বেজ ক্যাম্পে আটকা পড়েন। প্রায় পাঁচদিন আটকা থাকায় খাবার সংকটে ভুগতে হয় পুরো টিমকে।

রোববার জাগো নিউজের পক্ষ থেকে মুসার সঙ্গে থাকা সত্যরূপ সিদ্ধান্তের স্যাটেলাইট ডিভাইসে মুসা ইব্রাহীমের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি জানিয়েছিলেন, তিনি নিরাপদে আছেন।

আজ সোমবার মুসা ইব্রাহীম ও তার দলকে উদ্ধার করা হয়। সুস্থভাবে ফিরে এসে মুসা শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি