আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীদের সঙ্গে (প্লেজার ট্রিপ) প্রমোদ ভ্রমণে ছিলেন। তার এদেশের জনগনের প্রতি মায়া নেই, মমতা নেই। সেই খালেদা জিয়া আমাদের নাসিহত করতে আসেন।’
রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে একথা বলেন হানিফ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইডেন সফর নিয়ে বিরূপ মন্তব্য করায় সংসদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কড়া সমালোচনা করেন তিনি।
এ সময় সংসদের সভাপতিত্বে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
হানিফ বলেন, ‘রক্তপিপাসু ডাইনি ক্ষমতার লোভে মানুষ হত্যা করতে কুণ্ঠাবোধ করেন না। উনি আজ দেশপ্রেমের কথা বলেন, মানুষপ্রেমের কথা বলেন। দেশবাসীকে আহ্বান জানাব খালেদা জিয়ার মিথ্যাচার, কুৎসিত, নোংরা রাজনীতি বন্ধ করতে সোচ্চার হোন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সুইডেন সফর প্রসঙ্গে খালেদা জিয়া এক ইফতার মাহফিলে বলেছেন, প্রধানমন্ত্রী সুইডেনে প্লেজারট্রিপে গেছেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ইউরোপীয় দেশগুলোর মধ্যে সুইডেনই প্রথম স্বীকৃতি দেয়। উনি (খালেদা জিয়া) সেটা ভুলে গেছেন। উনি জানবেনই বা কিভাবে? উনিতো মুক্তিযুদ্ধের সময় ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে প্লেজার ট্রিপে ছিলেন।’
হানিফ বলেন, ‘ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে দুই মাসের মধ্যে স্বীকৃতি দিয়েছিল সুইডেন। সেই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে গেছেন। আর উনি তার বিরুদ্ধে বিষোদগার করছেন।’
তিনি বলেন, ‘দেশের প্রতি তার কোনো শ্রদ্ধা-ভালোবাসা নেই। উনার সমস্ত আবেগ-অনুভূতি পাকিস্তানে। যার কারণে তিনি এ ধরনের কথা বলতে পারেন।’
হানিফ আরও বলেন, ‘উনি প্রধানমন্ত্রী থাকার সময় ভারত সফরে গিয়েছিলেন। ফিরে আসার পর সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন গঙ্গার পানি চুক্তির কি হলো? তখন তিনি বলেছিলেন আমি তো এটা ভুলেই গেছিলাম।এই সেই খালেদা জিয়া, যে দেশের স্বার্থেও কথা ভুলে যায়।তাহলে উনি কি প্লেজার ট্রিপে গেছিলেন, যে উনি ভুলে গেলেন।’