হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকা থেকে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে তিনটি চোরাই প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। গ্রেফতাররা হলেন, শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকার দেলোয়ার হোসেন ওরফে দিলু, ধুলিয়াখাল এলাকার শাহীন মিয়া ও আলাপুর গ্রামের মুজাহিদুল ইসলাম।
শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় র্যাব সদস্যরা সদর উপজেলার ধুলিয়াখাল বাজার এলাকায় অভিযান চালায়। এসময় তিনটি চোরাই প্রাইভেটকারসহ চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে তারা গাড়ি চুরি ও চোরাই গাড়ি ক্রয়-বিক্রয় করে আসছে। এ ব্যাপারে মামলা দায়ের করে তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।