আইনমন্ত্রী আনিসুল হক তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার জনগণের উদ্দেশে বলেছেন, আমি নিজেকে সব সময় আপনাদের সেবক মনে করি, নেতা নয়। সবসময় আপনাদের পাশে থেকে সেবা করে যাব।
শনিবার ঢাকায় মহানগর নাট্যমঞ্চে (কাজী বশির মিলনায়তনে) ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্য, তার আত্মীয়- স্বজন ও এলাকাবাসী যারা এ পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন।
এর আগে মন্ত্রী অনুষ্ঠানে আগত কসবা উপজেলার প্রত্যেকের সঙ্গে কৌশল বিনিময় করেন।
ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও মিল্লাত গ্রুপের চেয়ারম্যান মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ, অ্যাডভোকেট মো. আনিছুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট রাসেদুল কাওছার ভূঁইয়া জীবন, সমিতির সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম ও সমিতির উপদেষ্টা মো. শাহজাহান ভূঁইয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।