রির্পোট: লাভলি যাওয়াদ মাহি.
নাগরিক সাংবাদিক, বিপিপি, বরিশাল.
আজ ৮ ডিসেম্বর প্রথম প্রহর, বরিশাল মুক্ত দিবস।
১৯৭১ সালে এই দিনে হানাদার বাহিনীকে হারিয়ে দিয়ে অস্তমিত স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলেন আমাদের বীর মুক্তিসেনারা।
আজও বাবা’ যখন তাঁর সেই সশস্ত্র সংগ্রামের গৌরবের ইতিহাস বলেন আমি অভিভূত তাঁর শিরা উপশিরায় টগবগিয়ে খুন হাসতে দেখে।দেশের জন্যে আত্মত্যাগ সহজ কথা নয়।এই স্বাধীনতা সহজে আসেনি। লাখ শহীদের তাজা প্রানের আত্মাহুতি, যুদ্ধাহত যোদ্ধার আর্তনাদ আর বীরঙ্গনাদের বিসর্জনের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা। আজ এ অর্জিত স্বাধীনতা রক্ষা করাটা আমাদের কর্তব্য।
সবাই আজ নিজেদের মনের বহুকালের পুষে রাখা জরাজীর্ণতা – শীর্নতা , কষ্ট-অভিমান, অহংকার – দাম্ভিকতা, হিংসা-বিদ্বেষ, শ্রেণি বিভাজন-সাম্প্রদায়িকতা সবগুলোকে মুক্ত হাওয়ায় বিলীন করে দেই।
আজ বরিশাল মুক্ত দিবসে আমরাও মুক্তি পাই আমাদের সকল দূর্বলতা থেকে। মুক্তস্বাধীন ভাবনায় আমরা হই নতুন প্রহরের আলোকিত নবযাত্রী…..!
আজ জনগন ও প্রশাসন সবাই সমান সহযোগী হয়ে আত্মত্যাগী বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনে আরও একটি নতুন ইতিহাস রচনা করবো।