ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত মাদকের সিন্ডিকেট ।মাদকের সিন্ডিকেট বিরুদ্ধে ব্যস্ত সময় পার করছে দওননগর ফাঁড়ী পুলিশ। তথ্য অনুসন্ধান করে জানা গেছে যে বেশ কয়েক মাস ধরে মাদক ব্যবসায়ীকে আইনের আওতাই আনা হচ্ছে। আর সেই লক্ষে অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছেন দওনগর ফাঁড়ীর ইনচার্জ অজয় কুন্ডু,এএসআই খোরশেদ,সহ ফাঁড়ীর পুলিশ বাহিনী। গত কাল বিকাল ৪.৩০ ঘটিকার সময় সোনাগাড়ী মোড়ে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো:রাইজ উদ্দিন (৫৫)পিতা:মৃত টেনু সাং শ্যামকুড় ।তাকে অভিযানের সময় ৫লিটার বাংলা মদ সহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে অজয় কুন্ডুর সাথে কথা বললে জানান, মহেশপুর থানায় মাদক মামলার এজাহার দায়ের করা হয়েছে।
(Visited ১৩ times, ১ visits today)