রির্পোট: দীপু হাফিজুর রহমান.
নাগরিক সাংবাদিক, বিপিপি, বরিশাল।
আকাশ আব্দুল্লাহ, ছোট্ট শিশুটির নাম।
খুলনার রুপশা এলাকায় বাড়ী, মায়ের নাম ফুলি- এটুকুই জানে। লঞ্চ ঘাট এলাকায় বিচরণ, ভিক্ষাবৃত্তি বেচে থাকার অবলম্বন।
ঘটনাক্রমে পরিচয় হয় “ওরাও মানুষ” সোস্যাল অরগানাইজেসনের প্রতিষ্ঠাতা সভাপতি জাওয়াদ আহমেদ ইফতি-এর সাথে। সে বিষয়টি জানায় ডিসি গাজী সাইফ স্যারকে। স্যার শিশুটিকে নিয়ে আসতে বলেন তার অফিসে। ঘটনা জেনে, যুক্ত হন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা সাজ্জাত পারভেজ ভাই, খবরটি জানান শুভকর ব্যানারজি, উপপরিচালক, শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র-কে।
শিশুটির দায়িত্বভার গ্রহন করেন তারা। পুরো বিষয়টি ঘটে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে।
আকাশের পড়াশুনা হবে, একটু ভালো থাকা খাওয়া হবে!
এই মানুষগুলোর আন্তরিকতা আর সহানুভূতিতে আকাশের মেঘ কাটে, বৃস্টি থেমে হেসে ওঠে ঝকঝকে মানবতার সূর্য।
এগিয়ে চলুক বরিশাল, সম্মিলিত শুভ শক্তির জয় হোক।