দ্বিতীয় স্ত্রী কল্কি কোয়েচলিনের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে বহুদিন। পরিচালক অনুরাগ কাশ্যপ এখন প্রেম করছেন তাঁরই প্রোডাকশন হাউসের এক কর্মীর সঙ্গে।
ওই তরুণীর নাম শুভ্রা শেট্টি। অনুরাগের সঙ্গে লিভ টুগেদার করছেন তিনি। শুভ্রার বয়স ২৩, তিনি অনুরাগের প্রথম বিবাহের সন্তান আলিয়ার থেকে কয়েক বছরের ছোট।
৪৪ বছরের অনুরাগের সোশ্যাল মিডিয়া পেজ ভরে গিয়েছে শুভ্রার ছবিতে। বহু জায়গায় দেখাও গিয়েছে তাদের।
আরতি বাজাজের সঙ্গে অনুরাগের প্রথম বিয়ে ভেঙে যায় ২০০৯-এ। অভিনেত্রী কল্কি কোয়েচলিনকে তিনি বিয়ে করেন ২০১১-য়, তাও ভেঙে যায় ২ বছর আগে। আর এখন তাঁর জীবনে নতুন অতিথি শ্রভ্রা।
(Visited ১ times, ১ visits today)